বাহুবলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক


প্রকাশিত: ১০:২১ এএম, ১১ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে দা, ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর শনিবার তাদেরকে কারাগারে পাঠায়।

আটকরা হলেন, উপজেলার অলুয়া নোয়াগাঁও গ্রামের মঈনুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২২), অলুয়া গ্রামের সাজিদ মিয়ার ছেলে আজিদ মিয়া (২২), শরিয়তপুর জেলার সুখীপুর উপজেলার দক্ষিণচর গ্রামের দুদু মিয়ার ছেলে রানা (২৮), বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের আব্দুল আহাদের ছেলে কামরুল (২৩) ও ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার বিলপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে সোহেল ওরফে হানিফ (২৩)।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে ওই উপজেলার আদিত্যপুর নামক স্থানে শুক্রবার রাত ২টায় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জাগো নিউজকে জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।