রাজশাহী শিল্পনগরী হিসেবে পরিচিতি পাবে : বাদশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭

রাজশাহীকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, শুধু শিক্ষানগরী ও সিল্কসিটি হিসেবে পরিচিতি থাকবে না রাজশাহীর। রাজশাহী শিল্পনগরী হিসেবে ভবিষ্যতে পরিচিতি পাবে। রাজশাহীর তিন দিক থেকে উন্নয়ন হবে।

বুধবার দুপুরে চাকরি মেলা-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ চাকরি মেলার আয়োজন করে।

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মাহবুব রশীদ তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ওয়াংসি আকাফুজি লিমিটেডের রাজশাহী বিভাগের অপারেটিভ কেনজি সুচি, জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা চেয়ারম্যান মর্জিনা পারভীন, আইডিবি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী।

এর আগে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহবুব রশীদ তালুকদার।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।