সাতক্ষীরায় দুই লাখ টাকার ফেনসিডিল আটক


প্রকাশিত: ০৯:০৪ এএম, ১১ জুলাই ২০১৫

সাতক্ষীরার কেঁড়াগাছি সীমান্ত থেকে ৪৭৯ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। শনিবার সকালে কেড়াগাছির মাঠ থেকে এ ফেনসিডিল আটক করা হয়। আটককৃত ফেনসিডিলের মূল্য প্রায় দুই লাখ টাকা ।

সাতক্ষীরা ৩৮ বিজিবির তলুইগাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিরাজ গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল চোরাকারবারী ভারত থেকে ফেনসিডিল নিয়ে কেঁড়াগাছি মাঠ দিয়ে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায় । বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪৭৯ বোতল ফেনসিডিল ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায় । ঘটনায় চোরাকাবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।