মৃত্যুর ২১ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন


প্রকাশিত: ০২:০১ পিএম, ১০ জুলাই ২০১৫

পিরোজপুরের জিয়ানগরে মৃত্যুর ২১ দিন পর ফাতেমা তুজ জোহরা বৃষ্টি নামে এক যুবতীর মরদেহ উত্তোলন করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বাড়ৈখালী গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। বৃষ্টি বাড়ৈখালী গ্রামের তোফাজ্জেল হোসেনের মেয়ে।

জানা যায়, বৃষ্টি ঢাকার কাফরুল এলাকায় বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সেখানে জাহিদ হাসান নামে মিরপুর বাংলা কলেজের এক ছাত্রের সঙ্গে বৃষ্টির গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরই জের ধরে গত ১৯ জুন বৃষ্টি আত্মহত্যা করে। পরদিন ২০ জুন তার মরদেহ জিয়ানগরের বাড়ৈখালী গ্রামে তার নানার বাড়িতে এনে দাফন করা হয়। পরে বৃষ্টির বাবা তোফাজ্জেল হোসেন জাহিদ হাসানের সঙ্গে বৃষ্টির সম্পর্ক এবং তার আত্মহত্যার বিষয়টি সন্দেজনক হলে ২৭ জুন কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।

ম্যাজিস্ট্রেট বৃষ্টির মরেদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেয়। এরপর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের উপস্থিতিতে পুলিশ শুক্রবার কবর থেকে বৃষ্টির মরদেহ উত্তোলন করে। এ সময় পিরোজপুর সিভিল সার্জনের পক্ষে ডা. ননী গোপাল রায়, কাফরুল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

হাসান মামুন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।