গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১০ জুলাই ২০১৫

অব্যবহৃত গ্যাস সিলিন্ডারের নিচের অংশ কেটে বিশেষ কৌশলে ঢাকনা তৈরি করে গাজাঁ পাচারকালে শাহীন (২৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রাম থেকে তাকে আটক করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক শাহীন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বানিয়াকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসেন উপজেলার শশীদল পাঁচপীর মাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী শাহীন একটি গ্যাস সিলিন্ডার কাঁধে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

এ সময় পুলিশ দেখে গ্যাস সিলিন্ডার ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে শাহীন। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ। তিনি আগেও একই কায়দায় কয়েকবার গাঁজা পাচার করেছে বলে পুলিশের কালে স্বীকার করেছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, শাহীনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।