স্বামীর পর চলে গেলেন স্ত্রীও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:০৪ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এফএস কসমেটিক্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ স্বামী আব্দুর রহিমের (৩২) একদিন পর রোববার গভীর রাতে স্ত্রী নাজনীন বেগমও (২৬) মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাজনীন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোরে আব্দুর রহিমের মৃত্যু হয়। এরআগে ঘটনার পরদিন গত বুধবার সকালে দ্বগ্ধ শেফালি বেগম মারা যান। এ নিয়ে ওই কসমেটিক কারাখানার অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হলো।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে জামালপুর এলাকায় এফএস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নেভায়।

ওই আগুনে কারখানার ব্যবস্থাপক জাকির হোসেন (৩৮), মোছা. নাজনীন বেগম (২৬), তার স্বামী আব্দুর রহিম (৩২) শেফালী বেগম (৩৬), শিল্পী রাণী (২৮), লিটন মিয়া (৩৫) ও সুমন মিয়াসহ (৩০) অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের মধ্যে অটজনকে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।