বরিশালে সাবধানে নৌযান চলাচলের নির্দেশ


প্রকাশিত: ১১:০৮ এএম, ১০ জুলাই ২০১৫

গভীর সমুদ্রে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে গত ৩ দিন ধরে থেমে থেমে কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌযানসমূহকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ।

টানা বর্ষণে নগরীর অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। নগরীর নবগ্রাম রোড, বগুড়া রোড, কালীবাড়ি রোড, মল্লিক রোডসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনগণের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া অব্যাহত বর্ষণে নগরজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন তেমন একটা রাস্তায় বের হচ্ছেন না।
 
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গত বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৮ ভাগ। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। লঘুচাপের কারণে নদী বন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতর।
 
বরিশাল বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) আবুল বাশার মজুমদার জাগাে নিউজকে জানান, আবহাওয়া অফিস সকাল ৬টায় নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করায় নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সতর্ক সংকেত জারি থাকবে।

সাইফ আমীন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।