কালকিনিতে কয়েক যুবকের স্বেচ্ছাশ্রমে রাস্তা পরিষ্কার
`আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি` এ স্লোগানকে বুকে ধারণ করে স্বেচ্ছাশ্রমে একটি রাস্তা পরিষ্কার করেছেন এলাকার কয়েকজন যুবক। ঘটনাটি মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার। এখানে চলবল নামক স্থানে ৩ কিলোমিটার রাস্তা সকল শ্রেণি পেশার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে।
এ মহতী উদ্যোগের ফলে ব্যস্ততম এ রাস্তা দিয়ে চলাচলে ওই এলাকার সাধারণ মানুষ, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা অনেক উপকৃত হচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালকিনির নবগ্রামের মিশনবাড়ি থেকে দক্ষিণ চলবলের স্কুল পর্যন্ত ৩ কিলোমিটার চলবল খাঁ নামের একটি রাস্তা দীর্ঘদিন ধরে লতা-পাতায় ঢেকে থাকায় চলাচলে সমস্যা হতো। এছাড়াও সাপের ভয়ে এলাকার সাধারণ মানুষ, দক্ষিণ চলবল খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শশিকর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এতদিন চলাচল করতে ভয় পেতো। সাপ আতঙ্কে অনেক কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতে চাইতো না। এ অসুবিধা দেখে চলবল গ্রামের রুবেল, কিরণ ও প্রবীর বিশ্বাসসহ বেশ কয়েকজনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি পরিষ্কার করা হয়।
এ ব্যাপারে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার কাজে নিয়োজিত রুবেল ও কিরণ বলেন, এলাকার মানুষের ও দেশের স্বার্থে আমরা এ রাস্তাটি নিজেদের উদ্যোগে পরিষ্কার করেছি। আমরা চাই আমাদের মতো সবাই মানুষের উপকারে এগিয়ে আসুক।
একে এম নাসিরুল হক/এমজেড/পিআর