বাগেরহাটে পালিত হলো জাতীয় মূসক দিবস


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১০ জুলাই ২০১৫

‘সময়মতো মূসক দিবো দেশ গড়ায় অংশ নিবো’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় মূসক দিবস পালিত হলো। ১০ থেকে ১৬ জুলাই রাজস্ব বোর্ড ঘোষিত মূসক সপ্তাহের শুরুতে শুক্রবার সকাল ১০টায় বাগেরহাট জেলা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের উদ্যোগে জাতীয় মূসক দিবস উপলক্ষ্যে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

স্বাধীনতা উদ্যান থেকে বের হয়ে র‌্যালিটি বাগেরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কোর্ট ভবনের সামনে শেষ হয়। র‌্যালি শেষে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় সভায়  সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. সাফায়াত হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট চেম্বারের সভাপতি মো. শাহজাহান মিনা। অন্যান্যের মধ্যে রাজস্ব কর্মকর্তা মো. আক্তার হোসেন, হোটেল মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাগেরহাট জেলা কাস্টমসের ভ্যাট বিভাগের বিগত বছরের ধার্যকৃত টার্গেটের চেয়ে ১০ কোটি টাকা বেশি মূসক আদায় করা হয়েছে। একই সঙ্গে আরো জানানো হয় আদায়কৃত মূসকের পরিমাণ বিগত বছরের চেয়ে ৭৩ কোটি টাকা বেশি।  

শওকত আলী বাবু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।