পুঠিয়ার খাদ্যগুদাম কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৯ জুলাই ২০১৫

রাজশাহীর পুঠিয়ায় খাদ্যগুদামে গম কেলেঙ্কারির ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি খাদ্যগুদামে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম চোখে পড়ে। এর মধ্যে গুদামে ১২৮ বস্তা মালিকবিহীন পরিত্যক্ত গম পাওয়া যায়। ওই গমগুলোর মালিক কে বা কারা এবং কেনো রাখা হয়েছে পরিদর্শনকালে তার কিছুই বলতে পারেনি ওই গুদাম কর্মকর্তা।

তিনি আরো বলেন, এ থেকে ধারণা করা হয় অসৎ উদ্দেশ্যে গমগুলো রাখা হয়েছিল। আর এরই প্রেক্ষিতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে তার অনিয়মের বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়। পরে তাকে নওগাঁর পত্নীতলায় স্ট্যান্ড রিলিজ করা হয়।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।