গাংনীতে বিএনপির অফিসে হামলা, আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৭

মেহেরপুরের গাংনীতে বিএনপির দু’টি অফিসে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর করে আসবাবপত্র পুড়িয়ে দেয়া হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিজয় দিবসের কর্মসূচি পালনের প্রস্তুতি সেরে নেতাকর্মীদের নিয়ে আমি অফিস থেকে বের হওয়ার পরেই হামলা হয়। আমাদের বিজয় দিবসের কর্মসূচি বাধাগ্রস্ত করতেই এ হামলা বলে অভিযোগ করেন তিনি।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, উপজেলা বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে তালা ভাঙার চেষ্টা করে। বিএনপিকে রাজপথ থেকে দূরে রাখতে এ হামলা বলে অভিযোগ করেন তিনি।

গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, আমরা আলোচনার জন্য জড়ো হয়েছিলাম। আমার অফিস বিএনপি অফিসের কাছাকাছি। পৌর ছাত্রলীগের সহ সভাপতি সজিব আসার সময় বিএনপি অফিস থেকে ইট নিক্ষেপ করলে তার মাথায় লাগে। এ ঘটনার প্রতিবাদ করা হয়েছে মাত্র। বিএনপি কাজই হচ্ছে-নাশকতামূলক। তারা বিজয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে হতে দেবে না বলেই উস্কানি দিয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আসিফ ইকবাল/জেএইচ

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।