সিরাজগঞ্জে মাদক পাচারের মামলায় দুইজনের যাবজ্জীবন


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৪

মাদক পাচারের মামলায় সিরাজগঞ্জে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক শেখ মো. নাসিরুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্বপোয়ালী গ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিন শাওন (২৯) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার শান্তাহার কলেজপাড়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে রনি হোসেন (২৬)।

যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডা দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুই আসামি বর্তমানে পলাতক রয়েছে।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১০ মালের ১২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরের নৌকাঘাট এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করে পুলিশ। তাদের  অভিযুক্ত করে থানায় মামলা ও পরে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

পরে আদালত থেকে জামিন নিয়ে তারা পালিয়ে যায়। মামলার শুনানি শেষে মঙ্গলবার আদালত তাদের অনুপস্থিতিতে এ রায় দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।