চুয়াডাঙ্গায় ৩৫ লক্ষ টাকার ভারতীয় শাড়ি আটক


প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৪

চুয়াডাঙ্গায় বিজিবি চোরাচালান বিরোধি অভিযান চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার ভারতীয় শাড়ি আটক করেছে। মঙ্গলবার সকাল ৭টার সময় মুন্সিগঞ্জ রেলগেটে যাত্রীবাহি বাস তল­াশি করে এ সব আটক করে বিজিবি।

৬ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এস এম মনিরুজ্জামান জানান, উথলি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: আলি হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিওিতে আলমডাঙ্গা মুন্সিগজ্ঞ রেলগেটে কুষ্টিয়াগামী যাত্রীবাহি বাসে তল­াশি করে ৫৭৭ পিচ ভারতীয় শাড়ি আটক করে।

আটককৃত শাড়ির আনুমানিক মুল্য ৩৪ লাখ ৬২ হাজার টাকা বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।