চিকিৎসা শেষে ব্যারাকে ফিরলেন রাজশাহী আরআরএফ এর ১১ সদস্য


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ০৯ জুলাই ২০১৫
ফাইল ছবি

রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) প্রশিক্ষণরত ১১ পুলিশ সদস্য বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসা শেষে ব্যারাকে ফিরেছেন। তবে ঠিক কী কারণে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।   

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন জাগো নিউজকে জানান, রাত ১০টায় রিজার্ভ ফোর্সের ১১ জন সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ১৪ নং ওয়ার্ডে পাঠান। তবে চিকিৎসা দিয়ে রাতেই তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

মহানগরের রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জাগো নিউজকে জানান, আরআরএফে প্রশিক্ষণরত পুলিশ সদস্যরা প্রশিক্ষণের পর অসুস্থ বোধ করেন। পরে অসুস্থতা বাড়লে রাতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত চিকিৎসা নিয়ে ১১ জনকে রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। তবে কী অসুস্থতা বা তাদের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেন রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান।

এদিকে, আরআরএফ এর কমান্ড্যান্ট পুলিশ সুপার বিএম হারুণ-অর-রশিদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে খোঁজ নিয়ে ঘটনা সম্পর্কে সকালে জানাতে পারবেন বলে জানান।

শাহরিয়ার অনতু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।