ঈদের আগে কুড়িগ্রামে পরিবহন ধর্মঘট : ভোগান্তিতে যাত্রীরা


প্রকাশিত: ০৩:৪০ এএম, ০৯ জুলাই ২০১৫

কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সঙ্গে ঢাকা মোটর মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বুধবার থেকে সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কুড়িগ্রাম মোটর মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট আহ্বান করে। ঈদের আগে পরিবহন ধর্মঘটের ঘটনায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মোটর মালিক সমিতির সভাপতি পনির উদ্দিন আহমেদ জাগো নিউজকে জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাসহ দূরপাল্লার পথে ১৩৫টি অনুমোদিত বাস চলাচল করে। কিন্তু হঠাৎ করে ঢাকার মালিক সমিতি গত সোমবার থেকে অনুমোদন ছাড়া ১০টি দূরপাল্লার বাস চালু করলে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে মঙ্গলবার প্রতিবাদ জানালে ঢাকা মালিক সমিতি কুড়িগ্রাম মালিক সমিতির সকল নৈশ কোচ ঢাকায় আটকে দেয়। পাল্টা ব্যবস্থা হিসেবে কুড়িগ্রামে ঢাকার মালিকের দূরপাল্লার বাস আটকে দেয়া হয়। এ নিয়ে কয়েক দফা বৈঠক করেও সমাধান না হওয়ায় বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচলের উপর ধর্মঘট ডাকা হয়েছে।

কুড়িগ্রাম চেম্বার্স অব কমার্স এর সহ-সভাপতি আব্দুল আজিজ জাগো নিউজকে বলেন, ঈদকে সামনে রেখে এমন অমানবিকতার পরিচয় দিতে পারে মোটর মালিকরা বিষয়টা ভাবতেই অবাক লাগছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ হওয়ায় কুড়িগ্রাম-ঢাকাগামীসহ দূরের যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছে। ধর্মঘটের ফলে ব্যবসায়ীদেরো লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জাগো নিউজকে জানান, যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য সব ধরনের পরিবহন ধর্মঘট নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে।

নাজমুল হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।