সুনামগঞ্জে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৮ জুলাই ২০১৫

সুনামগঞ্জ শহরের ৯টি হোটেল-রেস্তোরাঁয় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুুপুর থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় আদালতের সঙ্গে র‍্যাবের সুনামগঞ্জ (সিপিসি-৩) কোম্পানির কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা, মধ্য বাজার এলাকার হক রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, আহনাফ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, রান্নাঘরকে ৩০ হাজার টাকা, কাজীর পয়েন্ট এলাকার কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, মর্ডান রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, ওয়েজখালী এলাকার মাখন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, দিয়া রেস্টুরেন্টকে পাঁচ হাজার এবং স্টেশনরোড়ের থ্রী-স্টার রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন, পচা, বাসি খাবার পরিবেশন ও বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ছমির মাহমুদ/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।