কালকিনিতে ৮টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


প্রকাশিত: ১১:০৫ এএম, ০৮ জুলাই ২০১৫

মাদারীপুরের কালকিনি উপজেলার হাট-বাজারে মেয়াদত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে বুধবার দুপুরে ৮টি মুদির দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাদারীপুর জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ও কৃষি বিপণন অধিদফতরের মাদারীপুর জেলার মার্কেটিং অফিসার মো. বাবুল হোসেন থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মেয়াদত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে উপজেলার থানার সামনে ৫টি, প্রেসক্লাবের পাশে ২টি ও ভুরঘাটা মজিদবাড়ি বাজারে ১টি মুদির দোকানেসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন।

এ কে এম নাসিরুল হক/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।