ঝালকাঠিতে খালের ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১০:০১ এএম, ১১ ডিসেম্বর ২০১৭

ঝালকাঠি শহরের ভেতর দিয়ে যাওয়া খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল ১০টায় এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসন ও পৌরসভার কর্মচারীরা শহরের বাঁশপট্টি খালের পাশে ছোট বড় ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলে।

এর আগে শহরের ছয়টি খালের পাশে অবৈধ দখলদারদের জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু দখলদাররা নির্ধারিত সময়ের মধ্যে তা সরিয়ে নেয়নি।

এ অবস্থায় অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। এসব কাজে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয়রা সহযোগিতা করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া।

এ উপলক্ষে জনসচেতনতা বাড়াতে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. হামিদুল হক, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন মাতব্বর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মানিকহার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

মো. আতিকুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।