টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:৫৭ এএম, ১১ ডিসেম্বর ২০১৭

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত প্রতিমন্ত্রীর পদমর্যাদায় টাস্কফোর্স চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি টাস্কফোর্সে পঞ্চম চেয়ারম্যান হিসেবে যতীন্দ্র লাল ত্রিপুরার স্থলাভিষিক্ত হবেন।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সমন্বয়-১) রিতা চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। একইসঙ্গে ২৩.০৩.২০০৯ তারিখে পাচবিম (সম-১)-০৯/৯৯(অংশ-১)-২১৫ নং স্মারকের মাধ্যমে যতীন্দ্র লাল ত্রিপুরার নিয়োগ দিয়ে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করা হয়।

সম্প্রতি টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরার পরিবর্তে খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে সার-সংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ২৯.২২৩.০১৫.০০.০০.২৮.২০১১-১৮২ স্মারক মূলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির জন্য মন্ত্রী পরিষদের পাঠানো হয়। ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) মন্ত্রী পরিষদ থেকে পদমর্যাদা সংক্রান্ত নথি অনুমোদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

প্রসঙ্গত ২০০৯ সালে যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে দ্বিতীয় দফায় টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে সরকার।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।