রাজবাড়ীতে ফেনসিডিল ও মদসহ ১ জন গ্রেফতার


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৮ জুলাই ২০১৫

রাজবাড়ীতে ৭১৮ বোতল ফেনসিডিল ও ৪ বোতল হুইসকিসহ (মদ) সুন্দর আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টায় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার রাতে জেলা সদরের সূর্য্যনগর রেলগেট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত পাওয়ার ট্রিলার, ফেনসিডিল ও মদসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় আলমগীর নামে এক ব্যাক্তি পালিয়ে যান। গ্রেফতারকৃত সুন্দর চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আবুল কাসেমের ছেলে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম জাগো নিউজকে জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় গত মঙ্গলবার রাতে সুর্য্যনগর রেলগেট এলাকায় চুয়াডাঙ্গলার জীবননগরের উথুলী বাজার থেকে আসা কৃষি পরিবহনের একটি  ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলারে তল্লাশি করে ফেনসিডিল, মদ ও ট্রলিসহ সুন্দর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রুবেলুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।