রংপুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় চার্জশিট দাখিল


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৭ জুলাই ২০১৫

রংপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলার বিচার অবশেষে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার মামলাটি বিচারের জন্য রংপুরের জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। রংপুরের আমলি আদালতের বিচারক এম শফিউল আলম এ আদেশ দেন। আগামী ২২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, চাঞ্চল্যকর এ মামলায় জামায়াত শিবিরের ১৩২ নেতাকর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে চার্জশিট মঙ্গলবার আমলি আদালতের বিচারক এম শফিউল আলমের আদালতে দাখিল করা হলে মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রাজজ আদালতে পাঠানো হয়। মামলায় জামায়াত শিবিরের ৪৬ জন নেতাকর্মী গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও ৮৬ জন আসামি পলাতক রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ জানুয়ারি ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির নবম দিনে কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী খলিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে জামায়াত শিবির কর্মীরা পেট্রলবোমা নিক্ষেপ করে। রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় রাত ১টার দিকে এ হামলায় ঘটনাস্থলেই শিশুসহ ৪ বাস যাত্রী নিহত হন। আগুনে দগ্ধ হয়ে আহত হয় অন্তত ২৫ জন যাত্রী। পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় আরও ২ বাস যাত্রী নিহত হন।

জিতু কবীর/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।