নওগাঁয় ৩ শিল্পীকে স্মরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:১৪ এএম, ০৯ ডিসেম্বর ২০১৭

প্রয়াত শিল্পী আব্দুল জব্বার, রাজ্জাক ও বারী সিদ্দিকীর স্মরণে নওগাঁয় আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সভাপতি মকুল চন্দ্র কবিরাজ।

এসময় সাবেক সাংসদ ওহিদুর রহমান, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারী, প্রকৌশলী গুরুদাস দত্ত, কবি আব্দুস ছাত্তার মন্ডল, সংগঠনের সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ প্রমূখ উপস্থিত ছিলেন।

শিল্পীদের জীবনি পাঠ করেন নওরীন আক্তার শারমিন, মাহমুদা খাতুন সিদ্দিকী মায়া ও তোফিক মোল্লা সেতু। পরে সঙ্গীত পরিবেশন করেন, জয়নাল আবেদিন, নুরউল ইসলাম খান, ফারহানা ইয়াসমিন শিল্পী ও বিপুল কুমার। তবলায় সহযোগিতা করেন রণজিৎ পাল।

আব্বাস আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।