যমজ ২ ভাইয়ের করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৩১ এএম, ০৯ ডিসেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১২ বছর বয়সী যমজ দুই ভাই হাসান ও হোসেনের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের জকসিন বাজারে বাসের ধাক্কায় তারা দুই ভাই প্রাণ হারায়।

স্থানীয়রা জানান, একসঙ্গে জম্ম নেয়া দুই ভাইয়ের আবার একসঙ্গেই পৃথিবী থেকে চলে যাওয়া ভাগ্যের চরম নিয়তি। এ শোক মেনে নেয়ার মতো নয়।

নিহত হাসান ও হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের শফিপুর গ্রামের মসজিদ বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক খোরশেদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খোরশেদ তার শ্যালিকার জন্য লক্ষ্মীপুর শহর থেকে একটি ফ্রিজ কেনেন। ফ্রিজটি শ্যালিকার চরচামিতার বাড়ি নেয়ার জন্য একটি ভ্যানট্রলিতে তোলেন। ওই ভ্যানট্রলি সিএনজি চালিত অটোরিকশার পেছনে বেঁধে নেন। তিনি অটোরিকশার চালক ছিলেন। তবে ভ্যানে কোনো চালক ছিলো না।

এসময় অটোরিকশায় শ্যালিকা থাকলেও তার ছেলেরা ফ্রিজের সঙ্গে ভ্যানেই ছিল। পথে জকসিন পূর্ব বাজার পৌঁছলে অটোরিকশার পেছন থেকে ভ্যানের বাঁধন ছেড়ে যায়। একপর্যায়ে ভ্যানটি যাত্রাবাহী বাস আনন্দ পরিবহনের সামনে পড়ে বাস চাপায় ঘটনাস্থলেই হাসান ও হোসেনের মৃত্যু হয়।

অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে খাদে পড়লে বাসে থাকা কয়েকজন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।