পরীক্ষার্থী একজন, আয়োজন ৫০০ জনের
সখীপুরে ২০১৬ সালের স্নাতক বিএসএস (পাস) পরীক্ষায় সরকারি মুজিব কলেজ কেন্দ্রে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার্থী একজন হলেও তার জন্য কেন্দ্রে আয়োজন ছিল বিশাল। ৫০০ পরীক্ষার্থীর জন্য যে আয়োজন, একজন পরীক্ষার্থীর জন্যও ছিল সেই প্রস্তুতি।
বৃহস্পতিবার সখীপুর সরকারি মুজিব কলেজ কেন্দ্রে ওই একজন পরীক্ষার্থীর জন্য দায়িত্ব পালন করেছেন ১৩ জন। ওই পরীক্ষার্থীর নাম ইসরাত জাহান আশা। বাড়ি উপজেলার বেড়বাড়ী গ্রামে। তিনি সখীপুর আবাসিক মহিলা কলেজের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নেন। কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারাও জারি ছিল।
সখীপুর সরকারি মুজিব কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক আবদুল মালেক খান বলেন, একজন কেন্দ্র সচিব (অধ্যক্ষ), একজন ম্যাজিস্ট্রেট, একজন উপজেলা কর্মকর্তা, দু'জন পরীক্ষা পরিচালক, একজন কক্ষ পরিদর্শক, দু'জন পুলিশ, দু'জন করণিক, একজন হিসাবরক্ষক ও দু'জন পিয়ন দায়িত্ব পালন করেছেন।
একমাত্র পরীক্ষার্থী ইসরাত জাহান আশা বলেন, 'একা পরীক্ষা দিলেও আমার ভালো লেগেছে। কিন্তু একা পাঠ গ্রহণে একটু অসুবিধা ছিল। তারপরও আমার প্রিয় পাঠ্য বিষয় 'অর্থনীতি'। তাই বাদ দিইনি। বিষয়টি একটু কঠিন বলে অন্য কোনো শিক্ষার্থী তা নেয়নি। তবে কেন্দ্রে একা পরীক্ষা দিলেও আমি আনন্দিত, আমার একার জন্য কেন্দ্রের আয়োজন ছিল বিশাল। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছি।
সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আব্বাছ আলী বলেন, '৫০০ পরীক্ষার্থীর জন্য যে আয়োজন, একজনের জন্যও একই প্রস্তুতি ও দায়িত্ব পালন করতে হয়।'
এফএ/আইআই