পাবনায় ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:০৮ এএম, ০৭ জুলাই ২০১৫

পাবনায় চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আব্দুল মোমিন (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকার জরিমানা করা হয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে মামলা চলার পর পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক গাজী রহমান মঙ্গলবার দুপুরে এই রায় দেন।

এসময় আব্দুস ছালাম নামের অপর আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মোমিন পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের জামাত আলীর ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০০৫ সালের ১২ জুন ভজেন্দ্রপুর গ্রামের লালু প্রামানিকের মেয়ে শরীফা খাতুনকে (১৫) ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর নিহতের বাবা লালু প্রামানিক বাদী হয়ে ওই দিনই আব্দুল মোমিন ও আব্দুস ছালামকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক দীর্ঘ তদন্ত শেষে দুজনকে অভিযুক্ত করে ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিচারক গাজী রহমান সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি আব্দুল মোমিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা রায় ঘোষণা করেন। রায়ে অপর আসামি আব্দুস ছালামকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পর আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ রতন এবং আসামি ছিলেন অ্যাডভোকেট সনৎ কুমার সরকার ।

একে জামান/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।