বরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রবিশাল
প্রকাশিত: ০৪:২৫ এএম, ০৮ ডিসেম্বর ২০১৭

বরিশালের বানারীপাড়া উপজেলার রায়ের হাটে মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহেন্দ্র যাত্রী উপজেলার রায়েরহাটের কবির হাওলাদারের স্ত্রী নুপুর আক্তার (৩২) ও ঝালকাঠি জেলার গাভা রামচন্দ্রপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৩৫)।

গুরুতর আহত ফাতেমার শিশু ছেলে হামিম (৬) ও মাহেন্দ্র চালক রুহুল আমিনসহ ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, জোনাকী পরিবহনের যাত্রীবাহী বাস (বরিশাল-ব-০৫-০০২৬) বরিশাল থেকে বানারীপাড়া যাচ্ছিল। এসময় গাড়ি দুটি রায়ের হাটে পৌঁছালে মুখোমুখি সংঘংর্ষ হয়। এতে ২ নারী যাত্রী নিহত ও শিশুসহ ৩ যাত্রী আহত হয়।

সাইফ আমীন/এফএ/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।