রাঙ্গামাটিতে আ.লীগ নেতাসহ দুই হত্যার ঘটনায় গ্রেফতার ৫
রাঙ্গামাটিতে দুই হত্যার পৃথক তিন মামলায় জেলার বিলাইছড়ি উপজেলা সদর থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সুমন চাকমা (২৫), চন্দ্র চাকমা (৩২), বিভময় চাকমা (২৬), সুনীল কান্তি চাকমা (৩৫) ও বুদ্ধি বিজয় চাকমা (৩২)।
বিলাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম মোল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাতে জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
একই দিন বিকেলে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে শারীরিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
এছাড়া একই দিন সকালে নানিয়ারচর উপজেলার দজরপাড়ায় অনাদী রঞ্জন চাকমা নামে এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই তিন ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন থানায় তিন মামলা করে।
বিলাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম মোল্লা জানান, জুরাছড়িতে আওয়ামী নেতা অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়িতে রাসেল মারমাকে শারীরিক নির্যাতন করে আহত করার ঘটনায় করা পৃথক দুটি মামলায় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই ৫ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার সাইদ মো. তারিকুল হাসান বলেন, নানিয়ারচরে সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমা এবং জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগ নেতা অরবিন্দু চাকমা হত্যার ঘটনায় তাদের পরিবার থেকে কেউ মামলা না দেয়ায় পুলিশ বাদী হয়ে মামলা দেয়। এরই মধ্যে ওইসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রকৃত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।
সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম