বুধবার থেকে রংপুরে অবৈধ অটোরিকশা আটক অভিযান


প্রকাশিত: ০৯:০১ এএম, ০৭ জুলাই ২০১৫

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বুধবার থেকে রংপুর নগরীতে বহিরাগত ও রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা আটক অভিযান শুরু হতে যাচ্ছে। প্রশাসনের অনুমতি সাপেক্ষে নিজস্ব জনবল দিয়ে জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক শ্রমিক সমিতি এ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা গেছে, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার অটোরিকশা নগরীতে প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া রেজিস্ট্রেশন ছাড়াই কয়েক হাজার অটোরিকশা নগরীতে চলাচল করছে। ফলে নগরীতে তীব্র যানজট নিয়ন্ত্রণে প্রশাসন নতুন ট্রাফিক ব্যবস্থা চালু করেছিল। কিন্তু এতে ক্ষতির মুখে পড়ে নগরীর অটো চালকরা। এ বিষয়ে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যানজট নিরসনে আলোচনা হয়।

ওই আলোচনায় অটোরিকশা মালিক শ্রমিক সমিতি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অভিযান চালানোর জন্য নগরীর প্রবেশ মুখগুলোতে ১৫টি স্ট্যান্ডের অনুমতি চাইলে প্রশাসন সম্মতি প্রকাশ করে এবং বিনা চাঁদা আদায়ে অভিযান চালানোর জন্য সাময়িকভাবে মত দেন। এরই আঙ্গিকে সোমবার রাতে জেলা অটোরিকশা মালিক শ্রমিক সমিতি কার্যালয়ে সকল শাখা কমিটির নেতৃবৃন্দের সাথে জরুরি সভা শেষে বুধবার থেকে অভিযান শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শাখা কমিটির মধ্যে রয়েছে মাহিগঞ্জ, সাতমাথা, সাহেবগঞ্জ, মিস্ত্রিপাড়া, মডার্ন মোড়, দর্শনা বাস টার্মিনাল, সিও বাজার, নিসবেতগঞ্জ, বুড়িরহাট, জুম্মাপাড়া পাকার মাথা, লালবাগ, স্টেশন, মেডিকেল পাকার মাথা ও মেডিকেল মোড়।

সমিতির সভাপতি মহিউল আহম্মেদ মহি ও সাধারণ সম্পাদক আনোয়ার কবীর সুমন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।