বরিশালে শ্বশুরবাড়ির নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
বরিশালের মুলাদী উপজেলার চর বাহাদুরপুর এলাকায় যৌতুকের দাবিতে স্বামী, শ্বশুর ও শাশুড়ীর নির্যাতনে লাইজু বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে স্বামী রুহুল আমিন ঘরামি, শ্বশুর আবুল কালাম ঘরামি ও শাশুড়ী আনোয়ারা বেগমকে আটক করেছে মুলাদী থানা পুলিশ।
মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ২০০৯ সালে রুহুল আমিন ঘরামির সাথে লাইজু বেগমের বিয়ে হয়। তাদের দু’টি সন্তান রয়েছে। যৌতুকের দাবিতে রোববার গৃহবধূকে বেদম মারধর করে স্বামী,শ্বশুর ও শাশুড়ী। তাদের নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলে লাইজু বেগম। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে শ্বশুর বাড়ির লোকজন পালানোর চেষ্টা করছিলো। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরো জানান, গৃহবধূ লাইজু বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
সাইফ আমীন/এসএস/পিআর