ফতুল্লায় অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি বেসরকারি ব্যাংক


প্রকাশিত: ০৫:১০ এএম, ০৭ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি বেসরকারি ব্যাংক। ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত এন.আর.বি.সি কমার্শিয়াল ব্যাংকের দেয়াল ঘেষে বিদ্যুতের খুঁটিতে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। এরপর ব্যাংকের ভেতরে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে।

এসময় তাৎক্ষণিক ব্যাংকে দায়িত্বরত সিকিউরিটি গার্ডরা সিলিন্ডার গ্যাসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সোমবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, কয়েকশত তারে সংযোগসহ বিদ্যুতের খুঁটি একটি ব্যাংকের দেয়াল ঘেষে র্দীঘদিন ধরে রয়েছে। এটি ঝুঁকিপূর্ণ বললেই চলে। ওই বিদ্যুতের খুঁটিতে প্রায় সময় বিকট শব্দে ফায়ার করে আগুন ধরে যায়। ওই খুঁটি দ্রুত ব্যাংকের কাছ থেকে সরিয়ে নেয়া না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।

তাৎক্ষণিক ব্যাংকের ম্যানেজার না আসায় সিকিউরিটি গার্ড মিনার হোসেন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে কয়েকটি তার পুড়ে গেছে। এসময় তাৎক্ষণিক আমরা আগুন নিয়ন্ত্রণ করেছি। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ঘটনাস্থলে আসা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিয়াজ আহমেদ জাগো নিউজকে জানান, ব্যাংকের লোকজন নিজেরাই আগুন নিয়ন্ত্রণ করেছেন। ব্যাংকের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি এখান থেকে অন্যত্রে সরিয়ে নিতে হবে এবং ব্যাংকের ভেতরে বিদ্যুতের সার্কিট নতুন করে সংস্কার করতে হবে।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।