মংলায় ৩ নম্বর সতর্কতা সঙ্কেত


প্রকাশিত: ১০:৪৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

মংলা সমুদ্র বন্দরে আবারও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে সরে গিয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থান করায় এ সংকেত দেয়।

সতর্কতা সঙ্কেতের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরের জেটি ও পশুর চ্যানেলে অবস্থানরত দেশী-বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ ব্যাহত হচ্ছে।

এছাড়া গত ৩ দিনের টানা বৃষ্টিপাতে শহর-শহরতলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টির হয়েছে। বৃষ্টিপাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুরেরা। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

এদিকে ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল হয়ে উঠায় মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিরা সুন্দরবনে বিভিন্ন নদী খালে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ।

জেলে মহাজন কামরুজ্জামান বলেন, এমনিতে এ বছর সাগরে ইলিশ মাছ কম, তারপরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সাগর সংলগ্ন নদী খালে নিরাপদ আশ্রয়ে থেকে অলস সময় কাটাচ্ছে। এতে আর্থিকভাবে জেলেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।