কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:১২ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম (৯২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃত্যু হয়। আব্দুর রহিম নেত্রকোনার আটপাড়া থানার মির্জাপুর গ্রামের মৃত করিম নেওয়াজের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বুধবার ভোররাতে আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

অবস্থার অবনতি হলে সকাল সোয়া ৭টার দিকে তাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নেত্রকোনার একটি হত্যা মামলায় আব্দুর রহিম ও তার দুই ছেলের আদালত কর্তৃক ফাঁসির দণ্ড হয়। ২০১৫ সালের ১৭ মে তাদের এ কারাগারে পাঠানো হয়। তারা কারাগারের একই সেলে থাকতেন। আব্দুর রহিম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।