এক ঘণ্টার বৃষ্টিতে রাজশাহী নগরীতে জলাবদ্ধতা


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

আকাশে মেঘের ঘনঘটা। চারদিক অন্ধকারাচ্ছন্ন। হঠাৎই শুরু ঝুমবৃষ্টি। মাত্র এক ঘণ্টার বৃষ্টি। তবে কাঙ্খিত এ বৃষ্টি অসহ্য হয়ে দেখা দিল নগর জুড়ে জলাবদ্ধতায়।

রাজশাহীতে সোমবার সকাল সোয়া ৮টায় বৃষ্টি শুরু হয়। শেষ হয় সোয়া ৯টার দিকে। এর ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে শুধু রাস্তাঘাট নয়, ডুবে গেছে বাড়ি-ঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠানও। আর এজন্য নগরবাসী সিটি করপোরেশনের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করেছেন।

বৃষ্টিতে নগরীর শালবাগান, স্টেডিয়াম এলাকা, কোর্ট এলাকা, বুলনপুর, হড়গ্রাম, উপশহর, মিয়াপাড়া, রানীবাজার, গনকপাড়া, শহীদ কামারুজ্জামান চত্তর ও খোদ সিটি করপোরেশনের সামনের সড়কে হাটু পানি জমে গেছে। নগরীর বেশিরভাগ এলাকায় পানি থৈ থৈ করছে। একেতো হরতাল, তারপর আবার মূষলধারে বৃষ্টিতে দুর্ভোগের মধ্যে পড়েছেন নগরজীবন।

নগরীর মিয়াপাড়া এলাকায় ব্যাংকার শুকুর আলী বলেন, ‘মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা! এ জন্য সিটি করপোরেশনই দায়ী। করপোরেশন কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে ড্রেনগুলো পরিস্কার ও ড্রেনেজ ব্যবস্থার সঠিক পরিকল্পনা করতো, তাহলে এ দূর্দশা হতো না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।