গাজীপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৬ জুলাই ২০১৫

গাজীপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে ঢাকা-ময়মসিংহ মহাসড়কের চান্দনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাপাঁইবাবগঞ্জের শিবগঞ্জ থাার বাইচাপাড়া আজমতপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে মো: রুহুল আমীন (২১) এবং রাজশাহীর গাছপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩২)।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান আফ্রাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডল ব্যবসায়ী রুহুল আমীন সঙ্গে এসআই আতাউরে ফেসিডিল কেনার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী দুই ব্যবসায়ীসহ চারজন একটি পোল্ট্রি ফিড বহনকারী ট্রাকে করে ৫০০ বোতল ফেনসিডিল নিয়ে চান্দনা চৌরাস্তায় আসে।

এ সময় ফেনসিডিলসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয় এবং বাকি দুই জন পালিয়ে যায়। ফেনসিডিলগুলোর প্রতিটি বোতল কনডম দিয়ে মোড়ানো ছিল বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।