কক্সবাজারে অপহৃত শিশু লামায় উদ্ধার : আটক ৩


প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৬ জুলাই ২০১৫

কক্সবাজার থেকে ৫ দিন আগে অপহৃত এক শিশুকে বান্দরবানের লামা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৭ এর একটি দল। এসময় অপহরণকারী দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে। সোববার ভোররাতে লামার ফাঁসিয়াখালী পাগলীর আগা হতে শিশুসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলী জিয়ানগর এলাকার আব্দুল মজিদ এর ছেলে মোহাম্মদ আবুল কাশেম বাবুল (৩৫), হোসেন মাঝির ছেলে এহসান (১৮) এবং পশ্চিম পাহাড়তলী এলাকার ফজল করিমের ছেলে পুতিয়া (২০)।

সোমবার দুপুর ১টার দিকে র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ক্যাম্প ইনচার্জ মেজর আহমদ হোসেন মহিউদ্দিন।

তিনি জানান, বৃহস্পতিবার পাহাড়তলী জিয়ানগর নতুনবাজার থেকে মোহাম্মদ কামাল মাঝির ছেলে মোহাম্মদ রাকিব (৭) কে অপরহরণ করে আবুল কাশেম বাবুর নেতৃত্বে একটি সংঙ্গবদ্ধ অপহরণকারী চক্র। অপহরণের পর রাকিবের বাবার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেলেকে ফিরিয়ে দিতে রাজি হয় অপহরণকারীরা। বিষয়টি জানিয়ে ভুক্তভোগী পরিবার শিশুটি উদ্ধারে র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহায়তা চান।

আবেদনের ভিত্তিতে র‍্যাবের একটি দল অপহরণ চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে শহরের পাহাড়তলী জিয়ানগর এলাকা থেকে শুক্রবার আবুল কাশেম বাবুলের স্ত্রী সাজেদা আক্তার (২২), মৃত নজির আহম্মদের ছেলে হোসেন মাঝি (৫০) ও তার স্ত্রী রেহেনা বেগম (৪০)কে আটক করে।

র‍্যাব আরো জানায়, আটকদের স্বীকারোক্তি মতে, সোমবার ভোররাতে র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মেজর আহমদ হোসেন মহিউদ্দিন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) শরাফত ইসলামের নেতৃত্বে বান্দরবান জেলার লামা ফাঁসিয়াখালী পাগলীর আগা এলাকার একটি বাসায় অভিযান চালায় র‍্যাব। ওই বাসা থেকে অপহৃত শিশু রাকিবকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।

সংবাদ সম্মেলন শেষে উদ্ধার শিশুকে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

মেজর মহিউদ্দিন জানান, অপহরণের ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা করার পর আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।