কক্সবাজারে ৫০ কোটি টাকার সরকারি জমি দখলমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৪ ডিসেম্বর ২০১৭

কক্সবাজারের কলাতলী সি-ইন পয়েন্টে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলমুক্ত করেছে প্রশাসন। সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই জমি দখলমুক্ত করে। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণে নেতৃত্ব দেয়া নুর মোহাম্মদ নামে একজনকে আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বলেন, সি-ইন পয়েন্টের পাশে প্রায় ১০০ শতক সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করছে একটি চক্র। গত এক মাস ধরে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। জায়গার চারপাশে বাঁশের বেড়া ও পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ সবের আড়ালে ইটের স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। সোমবার দুপুরে এ সব স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি বলেন, একটি চক্র প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ শুরু করে। তবে এখনো জড়িতদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারা এসব অবৈধ স্থাপনা নির্মাণে জড়িত তাদের সঠিক পরিচয় বের করা হবে। পরিচয় পাওয়া গেলেই তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া ১০০ শতক জমিটি স্থায়ীভাবে রক্ষা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

স্থানীয় একটি সূত্র জানায়, সি-ইন পয়েন্টের ব্যবসায়ী ফরিদুল আলম, লালু ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারের নেতৃত্বে একটি চক্র প্রশাসনের নাম ব্যবহার করে এসব স্থাপনা নির্মাণ করছিল। নুর মোহাম্মদ নামে একব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ কাজের নেতৃত্ব দিচ্ছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পর্যটনের পরিবেশ রক্ষায় সৈকতকে পরিচ্ছন্নভাবে সাজাতে উদ্যোগ নিয়েছে সরকার। তাই সকল অপতৎপরতা রোধে আমরা সজাগ রয়েছি।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।