হাতিয়ায় মেঘনা নদী থেকে গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৬ জুলাই ২০১৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর টেঙ্গারচর থেকে আলাউদ্দিন (৩০) নামে এক জেলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলাউদ্দিন সূবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের মৃত আমিনুল হকের ছেলে।

নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, আনোয়ার মাঝির দুটি মাছ ধরার ট্রলার নিয়ে শুক্রবার মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য নিহত আলাউদ্দিন ও তার ভাই আনোয়ারসহ ২০-২২ জন জেলে নদীতে যান। মাছ ধরা অবস্থায় মেঘনা নদীর টেঙ্গার চরে জলদস্যুরা মাছ ধরা নৌকাতে হামলা করেন। এসময় জলদস্যুদের হামলা ও এলোপাথাড়ি অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন আহত হন এবং গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নদীতে পড়ে যান। পরে দস্যুরা মাছ ধরার নৌকা ও মাছ লুট করে নিয়ে যান।

এদিকে সোমবার সকালে নিখোঁজ আলাউদ্দিনরে সন্ধানে তারা নদীতে গেলে টেঙ্গার চরের কাছে তার ভাসমান মৃতদেহ দেখতে পান।

এ ব্যাপারে হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে  জানান, এ ধরনের একটি ঘটনা তিনি শুনেছেন। কিন্তু সঠিক তথ্য তার কাছে নেই। তিনি বিস্তারিত খোঁজ খবর নেবেন।

মিজানুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।