কালীগঞ্জে স্ত্রীর ওপর স্বামীর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ


প্রকাশিত: ০৯:১২ এএম, ০৬ জুলাই ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে স্বামী কমল চন্দ্র দাসের বিরুদ্ধে স্ত্রী সুমতি রানী দাসের (৩৮) ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে উপজেলার বক্তারপুর (গোয়ালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

অ্যাসিডদগ্ধ সুমতি রানী দাস মোবাইল ফোনে জাগো নিউজকে জানান, রোববার রাত ২টার দিকে কে বা কারা তাকে ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তার আত্মচিৎকারে পাশের ঘর থেকে দেবর কুঞ্জু চন্দ্র দাস রাতেই তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখলে তাকে ঢাকা মেডিকল কলেজের বার্ন ইউনিটে পাঠান।

সুমতির ধারণা তার স্বামী কমলই তাকে অ্যাসিড নিক্ষেপ করেছে। এমন ধারণা কেন হলো এমন এক প্রশ্নে জবাবে তিনি বলেন, স্বামীর সাথে আলাদা থাকার কারণে কমল তাকে প্রায়ই মেরে ফেলার হুমকি দিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মৌসুমী কর জাগো নিউজকে জানান, অ্যাসিডে সুমতি রানীর মুখ, বুক ও পেটসহ শরীরের প্রায় ১০ শতাংশ ঝলসে গেছে।
 
সুমতির দেবর কুঞ্জু জানান, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। প্রায় তিন বছর ধরে তাদের দাম্পত্য জীবনে বনিবনা হচ্ছিল না। আর এ জন্য কমল টঙ্গীতে এবং সুমতি কালীগঞ্জে স্বামীর বাড়িতে থাকত। তাদের সংসারে সুকুমার ও সম্রাট নামের দুই ছেলে এবং দিপ্তি নামের একটি মেয়ে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, আসলে আমি শুনেছি তাদের সংসারে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। আর এ জন্য তারা স্বামী-স্ত্রী আলাদাভাবেই থাকত।

তবে এ ব্যাপারে অভিযুক্ত কমল চন্দ্র দাসের কোন মোবাইল নম্বর না থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।     

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারা অ্যাসিড নিক্ষেপ করেছে এখনো জানা যায়নি।  

আব্দুর রহমান আরমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।