জৈন্তাপুরে আ.লীগের সংঘর্ষ : আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:০৩ এএম, ০৪ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে শিবপুর পাথর কোয়ারির দখল নিয়ে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে হোসাইন আহমদ (৪০) নামের আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি দরবস্ত মোহাইল গ্রামের মরতুজ আলী মেম্বারের ছেলে। সংঘর্ষে আহত হওয়ার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতালে থাকা জৈন্তাপুরের সাহেদ আহমদ জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় মারা যান হোসাইন আহমদ।

এরআগে রোববার দুপুরে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহসভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে পাথর কোয়ারি দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ময়নুল জাকির ঘটনার পর জানিয়েছিলেন, কিছুদিন ধরে ওই পাথর কোয়ারির জমির দখল নিয়ে লিয়াকত ও কামালের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে লিয়াকত আলীর অনুসারীরা কোয়ারিতে পাথর তুলতে যায়। এ সময় কামালের সমর্থকরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ছামির মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।