না.গঞ্জে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শহরের চাষাঢ়া থেকে কালীর বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) বদরুলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ৩ জুলাই নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ত্রি-পক্ষীয় সভায় শহরে সিটি কর্পোরেশনের অনুমোদন বিহীন ও অবৈধ রিকশা আটক অভিযান ও ফুটপাতে বসানো, চৌকি উচ্ছেদ, শুধুমাত্র খাদ্য দ্রব্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো মালামালবাহী ট্রাক দিনের বেলায় প্রবেশ বন্ধ, রাত ১২টা থেকে সকাল ৮টার পর্যন্ত অন্যান ট্রাক চালাচলে সিদ্ধান্ত নেয়। এছাড়াও হাকারদের সরে যেতে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল জাগো নিউজকে বলেন, শহরের যানজট ও ফুটপাত দখল করতে এ অভিযান শুরু হয়েছে। যা এখন থেকে ধারাবাহিকভাবে চলবে। প্রথমে ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদের কাজ শুরু করা হয়েছে। ক্রমন্বয়ে যানজট নিরসনের কাজ করা হবে।
অন্যদিকে, ১৭ রোজার শেষে শহরের ফুটপাত থেকে হর্কাস মুক্ত করা অভিযানকে পুলিশের লোক দেখানো আইওয়াশ বলে অভিযোগ করেন রাস্তায় চলাচল করা সাধারণ জনগণ। সেই সঙ্গে হর্কাসদের কাছ থেকে পুলিশের চাঁদা নেয়ার অভিযোগও করেন।
অভিযানে ফুটপাত দখল করে রাখা চৌকি, ভ্যানগাড়িসহ বিভিন্ন মালামাল জব্দ করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষণ পরিদর্শক (সিআই) শ্যামল পাল ও স্বাধীন চৌধুরী, নারায়ণগঞ্জ সদরের ট্রাফিক ইন্সপেক্টর সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই