নাসিরনগর হামলা : জামিনে মুক্ত ‘মূল হোতা’ আঁখি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ৩০ নভেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সন্দেহভাজন ‘মূল হোতা’ দেওয়ান আতিকুর রহমান আঁখি জামিনে কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি কারামুক্ত হয়েছেন বলে জেলা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন পান। পরবর্তীতে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে জামিনের কাগজ কারাগারে পৌঁছানের পর বৃহস্পতিবার বিকেলে আঁখি কারামুক্ত হন।

এর আগে নাসিরনগর হামলার ঘটনায় সন্দেহভাজন ‘মূল হোতা’ হিসেবে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে চলতি বছরের ৫ জানুয়ারি ঢাকার ভাটারা থেকে গ্রেফতার করে পুলিশ।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।