পাবনায় গৃহবধূ সোনিয়া হত্যা মামলার রায়ে স্বামীর যাবজ্জীবন


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৫ জুলাই ২০১৫

পাবনা সদর উপজেলার চাঞ্চল্যকর গৃহবধূ সোনিয়া হত্যা মামলার রায়ে স্বামী রাজিব মন্ডল (২৮) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার বিকেলে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক গাজী রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রাজিব পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়ার বউবাজার গ্রামের সিরাজ মন্ডলের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, দুবলিয়া গ্রামের ওসমান খাঁর মেয়ে সোনিয়াকে ২০১২ সালের ১০ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্বামী রাজিব শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর নিহতের বাবা বাদী হয়ে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আতাইকুলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি রাজিবকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক গাজী রহমান রোববার বিকেলে রাজিবকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তৌফিক ইমাম খান।

একে জামান/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।