পিকআপ-ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্রী নিহত
নোয়াখালীর মাইজদী নাপিতেরপুল নামক স্থানে দ্রুতগামী পিকআপের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তানিসা আনান (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা অপর স্কুলছাত্রী সুমাইয়া তাসনুন (১৬) ও ইজিবাইক চালক ফকির ইসলাম (২৯) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিসা সরকারি মহিলা কলেজের ছাত্রী ও শহরের আলী আহম্মদের মেয়ে।
এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৭টার দিকে মাইজদী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে ঘটনাস্থলে তানিসা নিহত হন। আহত হন আরো দুজন।
মিজানুর রহমান/এফএ/পিআর