৪ জনকে কুপিয়ে হত্যার দায়ে একজনের ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১১:৪২ এএম, ২৯ নভেম্বর ২০১৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর আদিবাসী গ্রামে নিজের ছেলেসহ শ্বশুরবাড়ির চারজনকে কুপিয়ে হত্যার দায়ে একমাত্র আসামি সুমন হেমরমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদলত।

বুধবার দুপুরে আদালতের বিচারক মমতাজ পারভীন এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সুমন হেমরম একই উপজেলার নওয়ানা গ্রামের নবীন হেমরমের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ২০১৫ সালের ২০ জুন সুমন হেমরম তার ছেলে সানী হেমরম, শাশুড়ি সন্ধা রানী, শ্যালিকা তেরেজা মারান্ডি ও ফুফা শ্বশুর মারকেল মারান্ডিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পরপরই ঘাতক সুমন হেমরমকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় শ্বশুর মেনোয়াল হেমব্রম বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

রাশেদুজ্জামান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।