লালমনিরহাটে পৃথক দাবিতে মহাসড়ক অবরোধ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক দাবিতে ৪ ঘণ্টা ধরে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেছে সাধারণ জনগণ। রোববার বেলা ১১টা থকে শুরু হয় এ অবরোধ।
অবরোধের স্থানগুলো হলো, স্কুলছাত্র রিপন হত্যার বিচারের দাবিতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলা পরিষদ গেটে স্থানীয়রা অবরোধ করেন। এদিকে, চিকিৎসকের অবহেলার কারণে আলমগীর (৩০) ও ৩য় শ্রেণির ছাত্র জাহিদ (৯) নামে দুই রোগীর মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা ওই মহাসড়কের হাসপাতাল মোড়ে অবরোধ করেন। এছাড়া একই মহাসড়কের সদ্য আটক হওয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিহানের মুক্তির দাবিতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। এসকল অবরোধের কারণে কার্যত অচল হয়ে পড়েছে হাতীবান্ধা।
এদিকে, অবরোধের কারণে পুরো উপজেলায় আতঙ্ক বিরাজ করছে। ভয়ে দোকান-পাট ও বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে। পুরো মহাসড়ক অবরোধকারীদের দখলে রয়েছে। ফলে যানবাহন তো দূরের কথা বাইসাইকেল পর্যন্ত চলাচল করছে না।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এসএস/এমআরআই