মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সেই পরিদর্শক সাসপেন্ড
কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কামনাশীষ সরকারকে সাসপেন্ড করা হয়েছে।
মঙ্গলবার তাকে সাসপেন্ড করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ-পরিচালক আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তার জামিন নামঞ্জুর করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। সোমবার কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবদুস সালাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার সন্ধ্যায় ভৈরব থানা পুলিশের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভৈরব সার্কেল অফিসে অভিযান চালানো হয়। অভিযানে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কামনাশীষ সরকারের কার্যালয় থেকে জব্দ তালিকায় না থাকা ৬৮ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কিশোরগঞ্জের সহকারী উপ-পরিচালক আনোয়ার হোসেন খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে কামনাশীষ সরকারকে ভৈরব থানায় সোপর্দ করা হয় এবং সহকারী উপপরিচালক আনোয়ার হোসেন খান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মঙ্গলবার তাকে সাসপেন্ড করা হয়।
আসাদুজ্জামান ফারুক/এএম/আইআই