প্রাইভেট কোম্পানিতে নারীরা নিরাপদ নয় : আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:৩২ এএম, ২৭ নভেম্বর ২০১৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘পুলিশে যারা নারী পুলিশ রয়েছে, তারা ভালো আছেন। কিন্তু অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলোতে নারীরা নিরাপদ নয়। একমাত্র পুলিশ প্রশাসনে নারীরা নিরাপদে আছেন।’

সোমবার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স ডিলসেডে পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সঙ্গে ঢাকা রেঞ্জ ও মহানগর নারী পুলিশ সদস্যদের আঞ্চলিক মতবিনিময় সভা ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, পুলিশের মাধ্যমে যে কাজটি সহজে সমাধান করা যায়, অন্য কোনো সংস্থা তা করতে পারে না। তাই পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সব সময় জনগণের কাছে থাকে।

ডিআইজি মিলি বিশ্বাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- পুনাকের সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান। এ সময় শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।