ছাত্রলীগের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু
কুমিল্লার মনোহরগঞ্জে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকালে গাজীপুরের টঙ্গীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার সন্ধ্যায় ইয়াকুব আলীর ছোট ভাই আবু ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইয়াকুব আলী উপজেলার কেয়ারী গ্রাম আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
উপজেলার বাইশগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাক ডা. জাহাঙ্গীর আলম জানান, নিহত ইয়াকুব আলী কেয়ারী গ্রাম আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৯ জুন বিকেলে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামে শষ্য কেনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ বাবুর সঙ্গে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে ওসমান গনির হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে ওই দিন সন্ধ্যায় বাবুর পক্ষ নিয়ে কেয়ারী এলাকার ছাত্রলীগ নেতা ওমর ফারুকের নেতৃত্বে ৮/১০ জন ছাত্রলীগ নেতাকর্মী ওসমানের পিতা সেলিম মিয়ার ঘর, সেলিম মিয়ার ভাই ইয়াকুব আলী ও চাচাতো ভাই সিরাজ মাস্টারের ঘর ভাঙচুর করে। এ সময় তারা ইয়াকুব আলীকে কুপিয়ে গুরুতর আহত করে।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি