শেরপুরে টানা বর্ষণে শহরজুড়ে জলাবদ্ধতা


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

শেরপুরে টানা বর্ষণে জেলা শহরজুড়ে জলাবদ্ধতার সষ্টি হয়েছে। এতে শহরবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছে। ১৪৩ বছরের পুরোনো শেরপুর পৌর এলাকায় আজোবধি পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা গড়ে না উঠায় সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়।

টানা বর্ষণে পৌর এলাকার চকবাজার, মাধবপুর, খরমপুর, টিক্কাপাড়া, চাপাতলী, মুন্সিবাজার, বাগরাকসা, গৌরীপুর, ঢাকলহাটি, গৃর্দানারায়নপুর, গাঙ্গিনারপাড়, শেখহাটি, বাগবাড়ি, চকপাঠকসহ বেশ কিছু এলাকা জলাবদ্ধতায় পানিতে তলিয়ে গেছে।

এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে দারুণ দুর্ভোগে পড়ে। চাকুরিজীবিসহ বিভিন্ন পেশার মানুষ তাদের কর্মস্থলে যাতায়াতেও চরম দুর্ভোগের শিকার হয়। সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছে দিন মজুর ও শ্রমিক শ্রেনীর মানুষেরা। বৃষ্টির কারণে কাজ না পেয়ে তারা মানবেতর জীবন-যাপন করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।