রাজশাহী জেলা জামায়াতের আমির ও শিবির নেতা গ্রেফতার
রাজশাহী জেলা জামায়াতের আমির আবদুল খালেক ও গোদাগাড়ী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে এবং ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে গোদাগাড়ীর রেলগেট বাইপাস থেকে জেলা জামায়াতের আমির আবদুল খালেককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা রয়েছে। আবদুল খালেক স্থানীয় একটি কলেজের শিক্ষক।
অপরদিকে, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামকে ভোরে গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে। ছাত্রশিবির নেতা রবিউল গোদাগাড়ী পৌরসভার মেয়র ও জামায়াত নেতা আমিনুল ইসলামের ছোট ভাই।
গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা আবদুল খালেক এবং শিবির সভাপতি রবিউল আবারো নাশকতার উদ্দেশ্যে সম্প্রতি কয়েকটি গোপন বৈঠক করেছে। তারা এ এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পরিকল্পনা করছিল। এ কারণে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস